আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
Thanks for your kind words, লোকেন্দ্র নাথ রায়চৌধুরী and Subir Kumar Roy. BTW, I go to Digha every month, sometimes twice a month,though all the trips are day trips.
- bappa [2014-11-03]
তপনবাবু (বাপ্পা দা),লেখাটা অনেক সময় নিয়ে পড়লাম। আমাকে কর্মসুত্রে প্রায় তিনমাস দিঘায় থাকতে হয়েছিল। তাছাড়া আর পাঁচজনের মতো অন্তত পঞ্চাশবার দিঘা, বা তার আশপাশে গিয়েও এই জায়গাটা দেখা হয় নি। আপনার এই জাতীয় লেখা আগে পড়ার সুযোগ হয় নি। খুব ভাল লাগলো। বিশেষ করে শব্দ চয়ন। এই পত্রিকার শেষ সংখ্যা ও তার আগের সংখ্যায় আমার একটা লেখা প্রকাশিত হয়েছে। আপনার মূল্যবান মতমতের আশায় অপেক্ষা করবো। আশা করবো আপনি নিজেও আপনার আরও অনেক লেখা পড়ার সুযোগ করে দেবেন।
- Subir Kumar Roy [2014-11-03]
আন্তর্জালে ভূষণ্ডেশ্বরের ছবি ও বর্ণনা এত কম, যে আরেকটু বেশী জানতে পারলে বেশ হত। সাড়ে বারো ফুট উঁচু ও চোদ্দ ফুট পরিধির কালো গ্রানাইটের স্বয়ম্ভু শিব পৃথিবীর বৃহত্তম কি না জানিনা , তবে দুটো বর্ণনা পাওয়া গেল : 1. Bhojeshwar Temple : Dedicated to Lord Shiva. The temple houses the largest Shiva Lingam in India – 2.3M (7.5 ft) tall and 5.5M (18 ft) in circumference. It is crafted out of a single rock. 2. Kotilingeshwara, Kolar district of Karnataka ... huge Shivalinga. Measuring 108 ft (33M), this shivalinga is tallest of its kind in the world and accompanying it is a 35 ft (11M) ১ নম্বরটা মন্দিরের ভিতরে আর ২ নম্বরটা মন্দিরের বাইরে। কোনটাই স্বয়ম্ভু বলে বলা নেই। তেমনই ভূষণ্ডেশ্বরের ও কোটিলিঙ্গেশ্বরের শিব monolithic কি না জানা নেই
- লোকেন্দ্র নাথ রায়চৌধুরী [2014-05-23]