আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
খুব ভাল লাগল।বয়েস হয়েছে ,দীর্ঘক্ষণ ক্মপুটারের স্কিনের দিকে তাকিয়ে বেশিক্ষণ কোন কিছু কাজ করতে পারিনা । হোয়াইট স্কিন টা অন্য রঙের হলে কেমন হত ? যাই হোক ঈ-ম্যাগাজিন খুব ভাল লাগল । আমার এক বন্ধু এডউইন খুব ভাল কবিটা লেখে, ছবিও আঁকে, একদিন ওর সাথে কথা হচ্ছিল জিজ্ঞেস করছিলাম এতো সময় পাও কোথা থেকে ভয়েস ই-মেল এ বি পড়ে । বেশ অবাক হয়েছিলাম ।তারপর বুঝেছিলাম সুতি নাটকের মত গল্পের বই ।খুব সুন্দর আশা করব এমনি একদিন যারা আবৃতি করে তাঁরা বই পড়ে ভয়ে স মেল করবে । সময় বাঁচবে , চোখ, কান মনের আনন্দ হবে । খুব ভাল লাগল ।
- naresh chandra modak [2014-10-19]
লেখাটা পড়ে আমার মতামত প্রায় দুসপ্তাহ আগেই জানিয়েছিলাম। আজ কাঞ্চন বাবুর মন্তব্য পড়ে মনে হল, দয়মন্তীর মতো তাঁরও ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। এরকম একটা লেখা মাত্র ২৩জন পছন্দ করেছেন, ১১জন মত দিয়েছেন? এরকম একটা সম্পদ যাঁরা পরিশ্রম করে বিনামূল্যে আমাদের উপহার দিয়েেছেন,কেমন লাগলো এইটুকু জানাবার সৌজন্যবোধও কী আমরা হারিয়ে ফেললাম? আজকাল তো দেখি শিশুদের চকলেট দিলে তারাও Thank You বলে। তবে কী আমাদের তাদের কাছ থেকে সৌজন্যবোধ শেখার দিন এসে গেল? লেখাগুলো কষ্ট করে একটু পড়ে মতামত জানালে, যাঁরা তার থেকেও বেশী কষ্ট করে বিনামূল্যে লেখাগুলো প্রকাশ করছেন, তাঁরাও তো একটু উৎসাহ পান, তাঁদের ভুলত্রুটিগলো সংশোধন করার সুযোগ পান। জন্মনিয়ন্ত্রণের ওপর একটা কোটেশন্ দেখতাম--"আপনার সংসার সুখে বাড়ুক, সংখ্যায় নয়"। এই পত্রিকার সদস্য সংখ্যা তবে কী শুধু সংখ্যায় বাড়ছে? ক্ষমা করবেন ব্যাপারটা খুব খারাপ লাগে বলে কথাগুলো বললাম।
- সুবীর কুমার রায়। [2014-08-20]
"কেমন লাগল" তে "অসাধারন"-এর বেশি কোন মিটার নেই, তা নাহলে আরো বেশি কিছু বলার ইচ্ছা ছিল। কী-যে উপহার দিলেন দময়ন্তী... আন্তর্জালের তো স্থায়ীত্ব সীমিত...রীতিমত সংগ্রহে রাখার মতো একটি সংখ্যা। হ্যাটস্‌ অফ্‌ টু ইউ অ্যান্ড ইওর টিম।
- Kanchan Sengupta [2014-08-19]
খুব ভালো লাগলো। এইটুকু লেখা তিনদিন ধরে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে পড়লাম। ঐ সময়ে লেখার মধ্যে এই রসবোধ ভাবা যায়? শব্দের বানান যে সাহিত্যের মানকে ক্ষুণ্ণ করতে পারে না, সেই আমলের ভাষাও যে এইসময় পড়তে খারাপ লাগে না, অসুবিধা হয় না, এটা বোধহয় সকল ছুতমার্গগ্রস্থ লেখক ও সমালোচকদের এই লেখা পড়ে পরিহার করা উচিৎ। লেখার মান ও ধরণেই লেখিকার পরিচিতির সাক্ষ বহন করছে। স্বর্ণযুগের গানের মতো এই লেখা আজও সমাদৃত এটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। অসাধরণ কাজ দয়মন্তী, এগিয়ে যাও।
- subir kumar roy [2014-08-08]
অসাধারণ কাজ করছেন দময়ন্তী । একদেড়শ; বছরের পুরাতন পত্রিকা ঘেঁটে এমন ভ্রমণবৃত্তান্ত তুলে আনা সোজা কথা নয় । আমরাতো অনেকে জানিইনা এমন বৃত্তান্ত । ভ্রমণ কাহিনী শুধু সেইস্থানের নৈসর্গিক বর্ণনা নয়, সেখানকার মানুষ, মানুষের বিশ্বাস, সেখানকার প্রচলিত লোককথা - সব । এমন সাহিত্যরস সমৃদ্ধ পুরানো দিনের পৃষ্ঠাগুলি তুলে আনার জন্য কোন প্রশংসাই যথেষ্ঠ নয় ।
- ফাল্গুনী মুখার্জী [2014-08-03]