আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
আপনার নাম -
ই-মেল আই.ডি.-
আপনার মন্তব্য -
সিকিউরিটি কোড -
@Kanchan Sengupta আদত ভ্রমণকাহিনীটা আমার স্বদেশী ও বিদেশী সহপাঠিদের, কিছু বিদেশী আত্মীয় আর তাদের সকলের ছেলেমেয়েদের মনোরঞ্জনের জন্য লেখা। যেহেতু আগে বাংলা Unidode-এ দড় ছিলাম না আর বিদেশী Next Gen-এর মাতৃভাষাজ্ঞান বেশ নড়বড়ে, তাই সেটা ইংরেজিতে লেখা। 'আমাদের ছুটি'র সম্পাদক মহাশয়ের পরামর্শ অনুযায়ী, বন্ধুদের নাম ও ছবি যথাসাধ্য ছেঁটে ফেলে, বাকিটা বঙ্গানুবাদ করে লেখাটা জমা দিয়েছিলাম। সম্পাদকীয় কাটছাঁট হবার পরে এই দাঁড়িয়েছে। যদি আপনি পূর্ণ লেখাটা পড়তে চান, বাদ দেওয়া ছবিগুলোও দেখতে চান, তবে internet-এ সেটা পড়তে পারেন। আপনার email id জানালে URL-টা পাঠাতে পারি (এখানে URL দিতে দেয় না)। একটি বিশেষ অনুরোধ। যদি আপনি ইংরেজিতে লেখাটা পড়েন, যদি আপনার মনে হয় সেটার হুবহু বঙ্গানুবাদ পড়তেও ভাল লাগবে, তবে অনুগ্রহ করে জানাবেন। আমি 'আমাদের ছুটি'র সম্পাদকের অনুমতি সাপক্ষে, সেটা আলাদা করে আমার নিজের blog-এ পূর্ণ বঙ্গানুবাদটা প্রকাশ করব।
- লোকেন্দ্র নাথ রায়চৌধুরী [2014-08-26]
@সুবীর কুমার রায় - আপনার লেখাটা আমি আগেই সোৎসাহে পড়েছি। আজ তাতে আমার মন্তব্য লিখে দিলাম
- লোকেন্দ্র নাথ রায়চৌধুরী [2014-08-20]
থ্যাঙ্ক ইউ দাদা, "মাইতি ট্রাভেলস"-এর সাথে আর কোথাও যাওয়া নেই। সত্যি বলতে কি আমাদের মতো গৃহপালিত বাঙালি যাত্রাপার্টির (ভ্রমণ পার্টি) অহেতুক ও অপ্রাসঙ্গিক অপাপবিদ্ধ আদেখলামোগুলো আপনি এত সপাট লিখেছেন যে গায় ছ্যাকাও লাগে আবার আমোদও লাগে। ঝরনা সহ অন্যান্য দ্রষ্টব্যগুলি সম্পর্কে আরো একটু বিশদ জানতে চাইছিলাম, কারণ, গাইড বারিয়ে বারিয়ে অনেকগুলো পয়েন্ট বলে কিন্তু মনে আশা নিয়ে গিয়ে দেখা যায়, না দেখলেও খুব একতা ক্ষতিবৃদ্ধি হোত না। সে পরে কোথাও হবেখন, আপনার এই রচনাটি বেশ উপভোগ করেছি। ধন্যবাদ!
- Kanchan Sengupta [2014-08-18]
besh bhalo.sudar upasthana.chhabilo darun (ektuo bariye bolchhi na)
- jiban k chaudhury [2014-08-13]
খুব ভালো লাগলো দাদা। অল্প জায়গা, অল্প দিনের ভ্রমণ, কিন্তু অল্প কথায় আপনি অনেক কিছু অদ্ভুতভাবে শুনিয়েছেন। ধন্যবাদ। পরিশেষে একটা কথা বলি, এই সংখ্যায় আপনার লেখার একটু ওপরেই, এই অধমের একটা হেমকুন্ডের ওপর লেখা আছে,পড়ে দেখে মতামত জানালে ভালো লাগবে। তবে মনগড়া কথা না লিখে, মনের কথা জানালে, আরও ভালো লাগবে।
- সুবীর কুমার রায়। [2014-08-11]
খুব ভাল লাগল।
- মনোজ কুমার সাহা রায় [2014-08-09]
darun bhalo. tumi to chupa rustam. je kono jarnal lupey nebey, tai prakash karo. but keep it up.
- asit k chakrabarti [2014-08-08]