আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
প্রিয় কাঞ্চন বাবু ও শর্মিতা, আপনাদের ভালোলাগা দেখে খুব আনন্দ হচ্ছে। @ কাঞ্চন, হ্যাঁ সোনমার্গ ভ্যালি দিয়েই বাইরের গাড়ি নিয়ে লাদাক যাওয়া যায়। কিন্তু সোনমার্গের লোকাল সাইট সিয়িং এর জন্যে লোকাল গাড়িই ব্যবহার করতে হবে আপনাকে। @ শর্মিতা, হ্যাঁ, আমার যাবতীয় ভ্রমণকাহিনী নিয়ে বই একটি লিখার পরিকল্পনা আছে। এক্ষেত্রে আমাদের এক স্থানীয় পত্রিকা পৃষ্ঠপোষকতা করার কথা রয়েছে। দেখা যাক কি হয়।
- তুহিন ডি. খোকন [2014-08-20]
আপনার চোখে কাশ্মীর দেখলাম। দেখে ইস্তক মনটা যাব যাব করছে। ধন্যবাদ মেক মাই ট্রিপের দাগাবাজির কথাটা লেখার জন্য। এদিক অদিক শুনে আমার একটা ধারনা হয়েছিল ক্রমে যে বিজ্ঞাপনের অত বাহারের পিছনের সত্যটা মোটেই সুখকর নয়। আপনি সে ধারনায় মোহর দিলেন। এছাড়াও আপনার লেখায় ছোটখাট বর্ননাও বাদ না পড়ায় অনেক ধারনা স্পষ্ট হোলো, যা অখানে বাড়াতে গেলে কাজে লাগবে। একটা পয়েন্ট যদি ক্লিয়ার করে দেন, আমি শুনেছি কাশ্মীর হয়ে যাঁরা লাদাখ যান, তারা সোনমার্গের রাস্তা হয়ে যান, অর্থাৎ সোনমার্গ ভ্যালির পাশ দিয়ে তারা বাইরের গাড়ি নিয়েই যেতে পারেন, তবে কেন আপনাকে ওখানে নিজের গাড়ি ছেড়ে লোকাল গাড়ি এক্সট্রা ২০০০ টাকা দিয়ে ভাড়া করতে হোলো? এটাই কি নিয়ম?
- Kanchan Sengupta [2014-08-18]
apni boi likhun, pathok ke dhore rakhar khomota apnar osadhron. protita kotha khub detailing er sathe bornona korechhe.....otulonio
- sharmita [2014-08-06]
khub sundor chhobigulo, lekhao tamon swochhondo..bhalo laglo
- sharmita [2014-08-06]