আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
Ami ONGC trekking team niye 15 times er beshi bar giyechhi Sandakphu- Phalut- Chiya Bhanjang- Singalila Pass. Samoy ta bodh hoi 1976 - 2003. Sunami-r din ami family niye chhilam Sandakphu te. Sediner prakitir sai bhayal roop kono din age dekhini. Sei amar sesh abeg Sandakphu-er proti. Pratibar-e Sandakphu natun rupe abogahon korechhi. Apnar lekha ta pore abar emotional hoye porlam. Apnar lekha abar ei buro ke jagiye dilo Sandakphu jaoar jonyo. Amader Chhuti ke onek dhnyobad emon lekha poribeson karar jonyo.
- Dilip Mondal [2015-05-22]
Ami ONGC trekking team niye 15 times er beshi bar giyechhi Sandakphu- Phalut- Chiya Bhanjang- Singalila Pass. Samoy ta bodh hoi 1976 - 2003. Sunami-r din ami family niye chhilam Sandakphu te. Sediner prakitir sai bhayal roop kono din age dekhini. Sei amar sesh abeg Sandakphu-er proti. Pratibar-e Sandakphu natun rupe abogahon korechhi. Apnar lekha ta pore abar emotional hoye porlam. Apnar lekha abar ei buro ke jagiye dilo Sandakphu jaoar jonyo. Amader Chhuti ke onek dhnyobad emon lekha poribeson karar jonyo.
- Dilip Mondal [2015-05-22]
ভারতীয় নাগরিক বা বিদেশি সকলকেই মানেভঞ্জং-এ সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ও তার প্রতিলিপি জমা দিয়ে সান্দাকফু যাওয়ার পারমিট নিতে হয়। এছাড়া সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে প্রবেশের জন্য কিছু এন্ট্রি ফি জমা দিতে হয়।
- রত্নদীপ [2014-08-29]
সান্দাকাফুতে যেতে কি বিদেশিদের স্পেশাল পারমিট লাগে? আমি । বাংলাদেশি, ওখানে যেতে চাই। অগ্রিম ধন্যবাদ রইল।
- Tuhin D Khokan [2014-08-25]
আপনাদের সুচিন্তিত মতামত আমাকে আর লেখার উৎসাহ যোগাবে । ফালুত যাওয়া হই নি সময় অভাবে। এর বেশি ছুটি বরাদ্দ হয় নি। সুযোগ পেলে আবার যাব।
- Saswati Ghosh [2014-08-23]
আমি এতদিনে পড়ে উঠলাম। বহুদিন ধরে যাওয়ার প্ল্যান হচ্ছে কিন্তু ভেস্তে যাচ্ছে। আপনার লেখা আরো একবার প্ল্যান করতে বাধ্য করল। সঙ্গের মানানসই ছবিগুলো যেন এখনই হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যায় আরকি। বাস্তব ট্রেকরুটে আপনাদের খানিক আয়াস হয়েছে জানি, কিন্তু আপনার সাবলিল বর্ননায় বেশ অনায়াস সফর করে এলাম এবারের মতো। দারুন।
- Kanchan Sengupta [2014-08-18]
পড়ে বেশ ভালোই লাগলো। আমি ১৯৮৫ সালে গেছিলাম। ফালুট গেলেন না কেন? লেখাটা পড়ে একটা কথাই মনে হল-- আহা আমার সময় যদি ঐসব সুখাদ্যের দোকান পেতাম। আমাদের গাইডের নাম ছিল "মিঠুকাকা"। ভাইজীর নাম মিঠু ছিল, তাই সে মিঠুকাকা নামেই পরিচিত ছিল। তাকে নিয়ে অদ্ভুত এক সমস্যায় পড়তে হয়েছিল। সময় ও সুযোগ আসলে তার কথা নিশ্চই লিখবো। আপনি লেখা চালিয়ে যান, আপনার লেখার হাত যথেষ্ট ভালো। পরিশেষে একটা কথা বলি, আপনার এই লেখার ওপরেই আমার হেমকুন্ড নিয়ে একটা লেখা আছে। পড়ে দেখে মতামত জানালে ভালো লাগবে। আরও ভালো লাগবে, মতামতটা শুধু খুশী করার জন্য না হয়ে সত্যিকারের মতামত হলে।
- সুবীর কুমার রায়। [2014-08-10]
Besh bhalo laaglo. Photoguli khub bhalo.
- Ujjal Dutta [2014-08-07]
it may outstanding if you describe the views with your imagination.
- Tapas Ash [2014-08-06]