আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
ধন্যবাদ সুবীরবাবু। ভ্রমণ কাহিনির লেখিকা হিসেবে অবলা বসুর প্রায় হারিয়ে যাওয়া লেখাগুলির পুনরুদ্ধার এবং পুনর্মূল্যায়ণের একটা কাজ করছি আপনিতো জানেনই, "পরশপাথর" প্রকাশনা থেকে বই আকারে বেরোনোর একটা কথা চলছে। এই "জাপান ভ্রমণ" লেখাটিকে উদ্ধার করতেই 'না ভ্রমণে' আমরা শান্তিনিকেতনে গিয়েছিলাম। এরই মাঝে চোখে পড়ল পুজোসংখ্যা 'ভ্রমণ' পত্রিকার সঙ্গে বিনামূল্যে খুব অযত্নে বানান ভুল সহ ছাপা অবলা বসুর কয়েকটি ভ্রমণ কাহিনি জগদীশচন্দ্র বসুর নামে। আমারই লজ্জায় মাথা নীচু হয়ে গেল।
- দময়ন্তী [2014-10-22]
এককথায় অসাধারণ। আমরাতো দেশ বিদেশে অনেক ঘুরি, বিদেশের কথা ছেড়েই দিলাম, লেখিকার জাপান ভ্রমণের ঠিক এক শতাব্দী পরেও নিজেদের দেশটাকেও চিনলাম কই? মাত্র একশত-একশত পাঁচ পঙক্তিতে গোটা দেশটার শিক্ষাব্যবস্থা, আতিথেয়তা, সংস্কৃতি, দেশপ্রেমের বর্ণনা আর কারো লেখায় দেখা গেছে কিনা আমার জানা নেই। তা আবার এক শতাব্দী পূর্বে। এক নিশ্বাসে লেখাটা নীরবে পড়ে, আনন্দের থেকে নিজেদের আচরনে লজ্জাই পেলাম বেশী। এই জাতীয় লেখা প্রকাশ করার জন্য আমাদের ছুটি পত্রিকাকে ধন্যবাদ। আশ্চর্য লাগে এর পরেও সাধারণ সদস্যদের পত্রিকার সমালোচনাগুলো পড়ে। ধন্যবাদ দময়ন্তী।
- Subir Kumar Roy [2014-10-22]