আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
আপনার নাম -
ই-মেল আই.ডি.-
আপনার মন্তব্য -
সিকিউরিটি কোড -
মধুমিতা চক্রবর্তী গুহ, আপনি ঠিকই বলেছেন 'বেড়ানোর প্ল্যান' বিভাগটি বেশ কিছু দিন হল আপডেট করা হয়নি। 'খবর এখন' বিভাগটিও নিয়মিত আপডেট করা হচ্ছে না। আসলে গুগল অ্যানালিটিকস ও অস্ট্যাটসের তথ্য অনুযায়ী 'আমাদের ছুটি' পত্রিকা্টির দর্শক বর্তমানে মাসে অন্ততঃ সাত-আট হাজার হলেও কর্মীর সংখ্যা এক আঙুলের কড়েই গুনে ফেলা যায়। তাই ইচ্ছে থাকলেও নিয়মিত সবকিছু পেরে ওঠা সম্ভব হয় না। আমরা চেষ্টা করছি মাঝে মাঝে একটু-আধটু হলেও বিভাগগুলিতে নতুন কিছু সংযোজন করতে। পশ্চিমবঙ্গ নিয়ে একটা বিশেষ সংখ্যা করতে পারলে আমাদেরও ভাল লাগত। কিন্তু আমরা তো লেখার জন্য পারিশ্রমিক দিতে পারিনা, যারা ভালবেসে নিজেদের আগ্রহে লেখা পাঠান, তাঁদের লেখাই প্রকাশ করি। এককভাবে পশ্চিমবঙ্গ অথবা দুই বাংলাকে নিয়ে যথেষ্ট সংখ্যক লেখা একত্রিত করে একটি সংখ্যা প্রকাশ করতে পারলে আমাদেরও খুব ভাল লাগবে।
- আমাদের ছুটি [2015-06-03]
ebarer sankhya ti besh valolaglo....beranor plan bivag ti ektu update korle valo hoy...r o trip plan din,r o anek trip plan pele valo hoy...ekta sankhya ki west bengal niye kora jay?sudhui west bengal..chhoto khato jabotiyo tathyo samet west bengal...
- Madhumita Chakraborty Guha [2015-06-01]
ভাল লাগলো ছোটবেলাকার দিনগুলির ভাবনার অনুভূতিগুলো। মনের মধ্যে মেখে নিলাম। বিদেশে বসে থেকে চলে যাই ধুবড়ির ফাঁকা মাঠে,শীতে শীর্ণ হয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ পেরিয়ে সূর্যমহলের বাগানে, গ্রীষ্মে সন্ধ্যায় মাঝিদের মন উজার করা গান,ভুট্টার পোড়া গন্ধ, প্রথম কাসুন্দি বানানো, প্রথম ঢেঁকিতে পা - সত্যি , না - পাবনা সেদিনগুলি। আমারও ইচ্ছে বাংলাদেশ যাবার,ছোটবে্লায় শোনা রংপুর, ফরিদপুর - বাবা মার দেশ - আমার দেশ। আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক।
- শুভ্রা মিত্র [2015-05-25]
খুব সুন্দর সম্পাদকীয়। ঝকঝকে, ঝরঝরে ভাষা... পড়ে মনে হলো কখন বাকি লেখাগুলো গোগ্রাসে পড়ব...
- Srabani Dasgupta [2015-05-23]