আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
ওটা হোলাম না হবে। আমি উৎসাহী নই।
- Kanchan Sengupta [2015-12-29]
লেখাটি আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি রাজস্থান, তার বিভিন্ন ঘোরার জায়গা, sand dunes, সীমান্তবর্তী গ্রাম, ঠান্ডা, মরুভূমিতে ট্রেক...এসব সম্বন্ধে খাপছাড়া খাপছাড়া শুনেছি বহুবার। আপনার লেখাটি এই পার্টিকুলার বেড়ানোটা নিয়ে এতো অনুপুঙ্খ এবং একই সাথে এতো নিরপেক্ষ যে আমায় খুব ভাবিয়েছে ও ভালো লাগিয়েছে। বেড়ানোর কথা শুধু প্রলুব্ধ করবে কেন, সঠিক ভাবে সচেতনও ত করবে। যেমন আপনার এই লেখাটা পড়ে আমি খুব উৎসাহী হোলাম এই তামাম ট্রেকটা করার জন্য। আবার এই লেখাটাই, আমি জানি, আমার বন্ধুকে দারুন উদ্বুদ্ধ করেছে পরের বছরেই এই ট্রিপটা করে ফেলার জন্য। আমার কাছে এখানেই লেখাটির সার্থকতা। সে অবগত করে এবং তাও খুব শৈল্পিক ভাবে, কিন্তু কখনই লালায়িত করে না। আপনাকে এক লক্ষ সাবাস।
- Kanchan Sengupta [2015-12-29]
আসলে বেড়ানোর জায়গাটাই এত ভালো ছিল যে আমার খুব সাধারণ লেখাও আপনাদের ভালো লেগেছে। আর অভিজিৎদা, তোমার কাছে আমিও অনেক অনেক কিছু শিখেছি, জেনেছি। আশা করি আমরা আরও অনেক পথ এভাবে একসঙ্গেই হাঁটতে পারব।
- সুদীপ্ত [2015-12-28]
lekha ti kemon laglo te motamot diyechhi ''asadharan''..ei lekha ti ami barbar porbo..ekbar pore mon vorbe na..ekdam anyorakam expeience hoyechhe
- Madhumita Chakraborty [2015-12-27]
নতুন ধরণের লেখা ভালই লাগল । ধন্যবাদ ও নমস্কার নেবেন ।
- Shyamalendubikas Sarkar [2015-12-21]
good
- ashis jana [2015-12-13]
সুদীপ্ত, এই ভ্রমণে তোমার সঙ্গে পরিচিত হয়ে এবং তোমার লেখার অংশ হতে পেরে ভাল লাগছে।অপূর্ব তোমার বর্ণনা।প্রতিটি খুঁটিনাটি বিষয় পরিচ্ছন্ন ও নিখুঁত চেহারা নিয়ে ধরা দিয়েছে তোমার পর্যবেক্ষণে।তাই তার সঠিক প্রতিচ্ছবি আঁকতে পেরেছ এই লেখায়। তোমাকে ধন্যবাদ জানাই।
- অভিজিৎ সরকার [2015-12-11]
ধন্যবাদ সুভ্রনীলবাবু, সুবীরবাবু। আমি এখনও লেখক হিসেবে একেবারেই নতুন, লেখাতেও অনেক ভুলত্রুটি থেকেই যায়। তবু আমার লেখা আপনাদের পুরোটা পড়েছেন জেন খুব ভালো লাগল।
- সুদীপ্ত [2015-12-09]
২০১৩ সালে গিয়েছিলাম রাজস্থান বেড়াতে , জয়সলমীর যাবার ও সুযোগ হয়েছিলো , আপনার লেখাতে নতুন করে জায়গাটা যেন চোখের সামনে ভেসে উঠল । খুব সুন্দর । আরও কিছুর অপেক্ষায় রইলাম ।
- Subhranil Dey [2015-12-07]
খুব ভালো লাগলো। এই জাতীয় ভ্রমণ সম্বন্ধে সঠিক কোন ধারণা ছিল না, তাই আরও ভালো লাগলো। বছর বার আগে রাজস্থান গেছিলাম। তখন চৌখিধানিতে রাতে খাওয়ার সুযোগ হয়েছিল। সে এক বিচিত্র অভিজ্ঞতা। জায়গাটা নতুন করে চোখের সামনে ভেসে উঠলো। ভালো,খুব সুন্দর বর্ণনা।
- সুবীর কুমার রায়। [2015-12-05]