আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
শ্রদ্ধেয় সুবির বাবু , প্রথমেই আপনাকে আমার প্রনাম । আর আপনার লেখা নিয়ে প্রতিবারের মত এবারও আমার মত একই । খুব সাধারন ভাষায় , কখন ও বন্ধুদের সাথে মজার ছলে আবার কখন ও বাস যাবে কি না যাবে সেই দোলাচালে লেখাটা just জমে গেছে । কাঞ্চনের সাথে আমি সম্পূর্ণ একমত । লেখাটা একটি বই এর আকারে না বেরোলে অনেক ভ্রমণ পিপাসু মানুষের সাথে অন্যায় করা হবে । তাই আমার বিনীত অনুরোধ বই আকারে প্রকাশের কথাটা একটু ভেবে দেখবেন । আর কিছু বলব না । ভালো থাকবেন । প্রনাম নেবেন । শুভ্রনীল ।
- Subhranil Dey [2016-03-25]
Dhanyabad Abhisekbabu, apnader bhalo lagle lekha swarthok mone hay. Parer parbe apnar matamater janyo amio apekshyay thakbo. Bhalo thakun.
- Subir Kumar Roy [2016-01-20]
prothome khoma cheye nicchi eto deri kore felar jonno. natul flat a jaoa niye boroi byastotar modhye din katche tai apnar lekha porar samay hoye otheni. amaderchutir sonkhya berole apnar lekhar khoj amar prothom kaj. apnar lekhar besh boro fan ami.ebarer tao protibarer moto anobadyo. moja ar romancho meshano ghotona poromporay jomjomat. khub bhalo subirbabu. opekkhay roilam porer sonkhyar jonno...khub bhalo thakun, sustho thakun, ar amader moto himaloy premider mon joy kore likhte thakun...
- Abhisek Bandyopadhyay [2016-01-20]
ধন্যবাদ সুদীপ্ত, ঐ হাসি-ঠাট্টা নিয়েই তো জীবনটা কাটিয়ে দিলাম। আর আপনাদের মতো কিছু লোক আজও আছে, তাই আজও হাসতে পারি, হাসাতে পারি। ভালো থাকুন।
- সুবীর কুমার রায়। [2016-01-13]
আমি বরাবরই আপনার লেখার ফ্যান। আগের লেখাগুলোর মত এই লেখাটাও অসাধারণ। আপনি খুব কষ্টকর অভিজ্ঞতাগুলোও কিভাবে এত হাসির মোড়কে লেখেন সেটাই আমার আশ্চর্য লাগে। জীপের ওপরে যাওয়া আর তাকে প্রাণ হাতে নিয়ে নিচে ফিরিয়ে আনার মত বিপজ্জনক কাজও আপনার লেখায় কত সরস হয়ে উঠেছে। রামজী সাধু আর তার সাঙ্গোপাঙ্গদের অভিব্যক্তিও আপনার লেখা খুব সুন্দর ফুটে উঠেছে। খাবার সরঞ্জামের সাথে যাত্রা আর ছারপোকার সাথে রাত্রিযাপনের অভিজ্ঞতাও আপনার ভাষায় খুব সুন্দর রসাত্মক হয়ে উঠেছে। পুরো লেখাটাই অনবদ্য। পরের সংখ্যার অপেক্ষায় রইলাম।
- সুদীপ্ত [2016-01-13]
Kanchanbabu, ami jantam apni porechhen ba porben. Apnar moto kayekjon pathoker bhalobasa, bhalolaga amay likhar anuprerona jogay. Bhalo thakun, bhalo rakhun.
- Subir Kumar Roy [2015-12-30]
লঙ্কা কান্ড হবে আর কোনো বিভ্রাট হবে না, তা কি করে হয় সুবীরবাবু! আপনজন হোক বা অপরিচিত, বেড়াতে বেরোলে আমরা বলি, "যাও ভালোয় ভালোয় ঘুরে এসো"। আর যদি জানতে পারি শ্রী সুবীর কুমার রায় আবার বেড়াতে বেরোবেন আর ফিরে এসে লিখবেন তাঁর অভিজ্ঞতা, তবে লজ্জার মাথা খেয়ে হয়তো বলেই ফেলব, "ঠাকুর ওনাকে বাঁচিয়ে রেখো কিন্তু এটাও দেখো ঘোরাটা যেন পান্‌সে না-হয়ে যায়!" (ঠাট্টাটা খুব সিরিয়াসলি নেবেন না প্লিজ)...কী আর নতুন করে বলব বলুন, আপনার এই টুকরোটার জন্য 'আমাদের ছুটি'কে বারবার ধন্যবাদ জানাই। পড়া আমার অনেক আগেই হয়ে গেছে, জানাতে দেরী হয়ে গেল, সরি।
- Kanchan Sengupta [2015-12-29]
Dhanyabad Shyamalendubikas babu, parer parbe apnar matamater jonyo amio apekshyay roilam.
- Subir Kumar Roy [2015-12-21]
পড়তে পড়তে মনে হচ্ছে কথকঠাকুরের সামনে বসে গল্প শুনছি । পরেরটার অপেক্ষায় রইলাম । নমস্কার ।
- Shyamalendubikas Sarkar [2015-12-21]
আমি এরই অপেক্ষায় ছিলাম। ভালো লেগেছে জেনে ভলো লাগলো।
- সুবীর কুমার রায়। [2015-12-21]
হুমমম,ভালোই লাগল।রুদ্ধশ্বাসে পড়ছি,পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম......ভাল থাকুন,সুস্থ থাকুন আরও অনেক লিখুন
- Madhumita Chakraborty [2015-12-20]
Ujjalbabu, apnar bhalo lagchhe shune bhalo laglo. Asole Damayantike nijer sab kaj samle ei boner mosh tarabar kajta korte hay, tar opor abar o khub asustho o bate, fale kichhu bilambo hoei thake. Tabu potrikatato amader sabar, tai byaparta ektu bujhbar chesta kore mene nilei samosyar samadhan hoe jay. Apnar asubidhar kathata bujhi, akmatro dharabahik lekhar kshetrei ei samosya hay. Ager parber seshta ektu chokh bulie nile ar asubidha habe na. Etuku ektu manie nin. Bhalo thakben.
- Subir Kumar Roy [2015-12-08]
Subir Babu, Apnar lekha sotyi khu bhalo laagchhe. Amaar nijer bhraman smriti abar amar mone jege uthchhe. Apnar rachana shoili_o khub sundar. Kintu ei online magazene ta eto deri kore beroi, je ager lekhar khei hariye jai. Jaihok, emon sundar ekti bhramaan kahini sonabar jonyo asankhya dhanyabaaad.
- Ujjal Dutta [2015-12-08]
ধন্যবাদ শুভ্রনীলবাবু। এত বড় লেখা টাইপ করে এই বয়সে পাঠানো খুবই পরিশ্রমসাধ্য কাজ। তবু যারা হিমালয়কে সত্যিই ভালোবাসে, তাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, তাই পাঠানো। ভালো বা মন্দ, কেমন লেগেছে জানতে পারলে ভালো লাগে, নিজেকে সংশোধন করার অবকাশ থাকে, কিছু সদস্য অন্তত পড়ুক না পড়ুক পাতাটা খুলেছে, এটুকু বোঝা যায়। কিন্তু সেটাও বুঝতে পারি না। তাই মাঝে মাঝে এই অকারণ খাটনি আর খাটতে ইচ্ছা করে না। সবাই বোধহয় কষ্ট করে পড়ার থেকে, ফটোয় ভ্রমণ বেশি পছন্দ করেন। ভালো থাকুন।
- সুবীর কুমার রায়। [2015-12-07]
অপেক্ষা করে থাকি কখন আপনার লেখা প্রকাশ হবে এবং আমি আরও অনেক নতুন নতুন পথের কথা জানব আর সে পথে চলার আনন্দ আপনার কলমের মাধ্যমে আমরা পাব । আরও অনেক লেখা পরার ও হিমালয়কে আরও কাছ থেকে জানার জন্য অপেক্ষায় থাকলাম । ভালো থাকবেন শুভ্রনীল
- Subhranil Dey [2015-12-07]