আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
অপূর্বদা আমি এই কথাটা বলতে চেয়েছি। শুধু মানুষ নয়, প্রকৃতিও ভয়াবহভাবে বিপন্ন। আরও একটা কথা, ভ্রমণ ক্রমশঃ সংখ্যালঘু বিত্তবান মানুষের প্রমোদ হয়ে উঠেছে। অথচ ভ্রমণের আকাঙ্খা সব মানুষের মধ্যেই থাকে। এই বৃহত্তর মানবগোষ্ঠীর প্রয়োজন শিক্ষা এবং অন্যান্য বাঁচার জরুরি উপাদান। মানুষ খেতে না পেলে বেড়াবে কোথা থেকে আর শিক্ষা না থাকলে সাধারণ মানুষের ভ্রমণকথা কোনদিনই জানা হবেনা আমাদের।
- দময়ন্তী [2016-02-17]
দময়ন্তী ম্যাদাম, ভাল লাগল সম্পাদকীয় পড়ে। যে মানুষদের দেখার উদ্দেশ্যে আমরা ভ্রমণ করি, তাদের অবস্থা যদি নড়বড়ে হয়ে পড়ে তাহলে ভ্রমণের আনন্দই আর থাকে না। তবে অনেকেই আমার সঙ্গে একমত হবেন না, আমার মত সাধারণ মানুষ গ্রাম গঞ্জে ছুটে বেড়াই, সহজ সরল মানুষ দেখি, এদেশের ইতিহাস সংস্কৃতির খোঁজ করি, এটাই আমার ভ্রমণ। এই মানুষ গুলোই যদি বিপদগ্রস্ত হয়ে পড়ে তাহলে কি দেশ বাঁচবে, কি জানি।
- অপূর্ব চট্টোপাধ্যায় [2016-02-14]
সুদীপ্ত, আমি কিন্তু সভ্যতার বিরোধীতা করার কথা বলছিনা। বলছি ভারসাম্যের কথা। ভারসাম্যটা খুব জরুরি। ক্রমশই সেটা কমে আসছে।
- দময়ন্তীদি [2016-02-07]
সত্যি বলতে কি, এখনকার যান্ত্রিক সভ্যতা এক এক সময় বিরক্ত করে তোলে, তবুও সব সময় আধুনিক প্রযুক্তিকে কাঠগড়ায় তুলতে পারি না। তাহলে তো নিজের রুটি-রুজির ভিত্তিকেই অস্বীকার করতে হয়। তাই বিরক্তি ঢাকতেই বেড়িয়ে পরতে ইচ্ছে করে সাগর, পাহাড়, বন-জঙ্গলে। জানিনা আর কিছুদিন পর প্রকৃতির সৌন্দর্যের আর কিছু অবশিষ্ট থাকবে কি না!!!!
- সুদীপ্ত [2016-02-07]