আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
sanchita, tomar lekhati obhinobo ebong jothesto oitihashik khutinati choa ache. ami onek koekjonke inform korechi ei rajbarir bypare, amaro ekshomoi jabar ichche roilo. dhonyobaad.
- suvra mitra [2016-07-16]
Khub valo laglo pore, jaoar ichchha roilo. Tobe Bardhaman Main katha likhle aro subidha hoto loker bujhte.
- Anuvab Ghosh [2016-06-07]
বেশ ভালো লাগপ্লো পড়ে। একবার যেতে ইচ্ছে করছে বটেই।
- Kanchan Sengupta [2016-06-01]
ইটাচুনা রাজবাড়িতে উইকএন্ডে অনায়াসে চলে আসা যায়। কলকাতা থেকে সড়কপথে ঘন্টা দেড়েকের পথ। ট্রেনে এলে হাওড়া-বর্ধমানগামী মেন লাইন লোকালে খন্যান স্টেশন নামতে হবে। সেখান থেকে অটো বা টোটোতে রাজবাড়ি মিনিট দশেকের পথ। রাজবাড়িতে প্রবেশের জন্য আগে থেকে বা অনলাইনে বুকিং করতে হবে। ঘরসংখ্যা কম, তাই আগে থেকে বুকিং করাই ভালো। বাগানের মনোরম পরিবেশে আছে দুটি কটেজ। ভাড়া ১৫০০ টাকা। ব্রেকফ্রার্স্ট, লাঞ্চ, ডিনার আলাদা করে অর্ডার দিয়ে নিতে হবে। ভেজ ১৮০ টাকা, নন-ভেজ ২৩০/২৫০ টাকা থালি প্রতি। যোগাযোগ : ৯৮৩০১৪২৩৮৯। রাজবাড়ির নিজস্ব ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং-ও হয়। রাজবাড়ি থেকে প্যাকেজ ট্যুরে মহানাদ, পান্ডুয়া, বাঁশবেড়িয়া, সিমলাগড়, ব্যান্ডেল, চুঁচুঁড়া, চন্দননগর ঘোরানো হয়। বিদ্রঃ তথ্য লেখক।
- সম্পাদক [2016-05-20]
booking সম্পর্কিত তথ্য চাই। ইটাচুনা রাজবাড়ি নিয়ে অনেক কথা শুনেছি, যাওয়ার ইচ্ছা থাকল
- Madhumita chakraborty [2016-05-20]
লেখার হাতটি ভালো, ঝরঝরে বাংলা তরতর করে এগিয়ে চলে। পড়ে ভালো লাগলো। তবে একটি কথা। “এবার বর্তমানে ফিরি। খন্যান স্টেশনে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনটা থামল সকাল সোয়া নটায়।“ এই তথ্যটি কিঞ্চিৎ অসম্পূর্ণ। হাওড়া-বর্ধমান লোকাল না বলে হাওড়া-বর্ধমান মেনলাইন লোকাল বললে ঠিক হতো।
- bappa pal; [2016-05-13]