আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
সুদীপ্ত, আপনার মতো ওস্তাদ লিখিয়ে এভাবে সার্টিফিকেট দিয়েছেন, সত্যি বলছি আমি আপ্লুত (আমার কিন্তু ল্যাজ মোটা হয়ে গেল)। না না মজা করলাম ঠিকই তবে সত্যিই খুব ভালো লাগল আপনাদের প্রতিক্রিয়া জানতে পেরে।
- Kanchan Sengupta [2016-08-28]
অভিজিৎ, "তোমার লেখা পড়ে আবার সব মনে পড়ে গেল" যখনই বললেন, আমার লেখাটি তখনই 'এ-যাত্রা' উৎরে গেল। আপনারা এভাবে মন খুলে উৎসাহ দিলে খুব খুব ভালো লাগে। ভালো থাকবেন। খুব করে বেড়াতে যাবেন।
- Kanchan Sengupta [2016-08-28]
প্রথমে ভেবেছিলাম গোপালপুরের কোনও ভ্রমণকাহিনি পড়তে চলেছি, পরে ভাবলাম গোপালপুর অবধি পৌঁছতে না পারার দরুন হয়তো কাছাকাছি (ছত্রপুর) কোনও জায়গা সম্পর্কে জানতে পারব। কিন্তু এরকম যে এক নতুন লেখা উপহার পাব তা শেষ পর্যন্ত না পড়লে বুঝতে পারতাম না। এক নতুন ঘরানার লেখা পরিবেশন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। গা ঘিনঘিনে ট্রেন জার্নির অভিজ্ঞতাও আপনি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার জন্য আপনাকে সেলাম জানাতেই হয়। ট্রেনের যাত্রাপথের সাথে সুকুমার রায়ের লেখা পথের তুলনা থেকে শুরু করে যাত্রীদের দুরবস্থা, চপ্পল ফ্যানের ওপর রাখা আর থুঃ করে পুরো জায়গাটা নরকে পরিণত করাও আপনার ভাষায় ভীষণ উপভোগ্য হয়ে উঠেছে। পড়া শেষ করে আবার একবার চোখ বুলিয়ে নিলাম শিরোনামের দিকে, একেবারে সার্থক এই শিরোনাম।
- সুদীপ্ত [2016-08-26]
বাপক। Amra jara ghurye valobasi ei ovigota sobare hoyeche. Tomar leka pore abar sob mone pore gelo. Jeno amio oie trainei chelam.
- Avijit Saha [2016-08-25]
thank you Shuvra. Tumi sob somay aachho, thaako.... ami aaro lekhar utsaho pai
- Kanchan Sengupta [2016-08-19]
lekhatar prothom theke sesh porjonto ekta odbhut angike lekha , tomar lekha holo sei rokok jeta ekebarei "or moto ba tar moto " noi , eta ekebaei tomar motoi hoyeche ..... somar joi jatra choluk , amra samner dike takiye roilam.
- Subhranil Dey [2016-08-16]
aapnara aapnader valo laga janiyechhen, onek onek dhonnobaad... ete lekhar taagid pai
- Kanchan Sengupta [2016-08-11]
A VERY UNIQUE WRITING STYLE, INDEED. QUITE INTERESTING, A 'FEEL GOOD' FACTOR REMAINS AFTER FINISHING THE PICTURSQUE STORY. FEEL LIKE READING SOME MORE.... VERY NICE!!
- UJJAL DUTTA [2016-08-11]
asadharon lekha....khub bhalo laglo... aro anek likhun.
- Sharmistha Pal [2016-08-08]
ভাস্বরন একজন দুঁদে রেলফ্যান। তাকে চিনি। সে দাদাকে পদ্মা থেকে এনে দিত ইলিশ মাছ আর কচ্ছপের ডিম......। থুড়ি, রেলের দুর্দান্ত সব ছবি। লেখাটি ভাল, তবে ছবিগুলি দুর্দান্ত।
- bappa pal [2016-08-08]