আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
শিরোনামে শ্যামদেশ শব্দটি পেয়ে উৎস্যুক হয়ে উঠেছিলাম - সত্যেন্দ্রনাথের \'শ্যাম কম্বোজ ওঙ্কারধাম মোদেরই প্রাচীন কীর্তি০০০\' বা রবীন্দ্রনাথ-সুনীতি চট্টোপাধ্যায়দের শ্যামদেশ ভ্রমণের কথা স্মরণ হওয়ায়। শ্রীমতী ব্যানার্জীর লেখাটি না পড়লে বুঝতেই পারতাম না এত স্বাদু তাঁর ভ্রমণবৃত্তান্ত!একাধিক বারের অভিজ্ঞতা বর্ণিত হওয়ায় পাঠক সমৃদ্ধ হবে। অত্যন্ত ভালো লেগেছে। শ্রীমতী ব্যানার্জীকে অনেক ধন্যবাদ।
- অরবিন্দ পুরকাইত [2016-12-10]
হ্যাঁ সত্যিই অসাধারণ। আপনার লেখা হ্যাংলার মতো পড়ি কারণ আপনি বাগবাজার ঘাট নিয়ে লিখলেও তা থেকে অন্যরকম কিছু পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, চেনা হোক বা অচেনা, জায়গা গুলো জ্যান্ত হয়ে ওঠে পাঠকের কাছে আপনার লেখায়। আর এবারের এই টাইম মেশিনে করে ঘুরে ঘুরে তুলনামূলক ভ্রমণ তো এক কথায় অনবদ্য। সেলাম। ভালো থাকবেন
- Kanchan Sengupta [2016-11-17]
অসাধারন ভ্রমণ কাহিনী।খুব ভালো লাগল।ধন্যবাদ।
- শুভেন্দু ভড় [2016-11-14]