আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
আপনার নাম -
ই-মেল আই.ডি.-
আপনার মন্তব্য -
সিকিউরিটি কোড -
আবারও আপনার কাছ থেকে পেলাম অসাধারণ একটা ভ্রমণকাহিনি। আপনার লেখা যত পড়ি তত অবাক হই, আপনি কত সুন্দর অচেনা মানুষের সাথে একাত্ম হয়ে পরেন! আপনি সেই অচেনা মানুষের কথা আমাদের জানিয়ে তাঁদেরও কত পরিচিত করে তোলেন। "কল্যাণী থেকে কাকদ্বীপ" পুরোটাই আমরা কলকাতা করে নেই, আসলে আমি দেখেছি বাইরের লোক কলকাতা, সুন্দরবন আর দার্জিলিং ছাড়া পুরো পশ্চিমবঙ্গের আর খুব কম জায়গাই চেনে, তবে বাঙালি দেখলে আসল ঠিকানা না লুকানোই ভাল, কারন একটু পড়েই ত ধরা পড়ে যাবে! এরকম লেখা আরও অনেক অনেক পাওয়ার আশা রাখি।
- সুদীপ্ত [2018-03-19]
সব ভ্রমণ এমন সার্থক হয়ে ওঠে না, যেমনটা আপনার প্রতিটা ভ্রমণ! তাই আপনার লেখার জন্য অপেক্ষা করি. আপনি মনে হয় না ফিরে এই পাতায় আসেন আবার কে কি মন্তব্য করল. আপনার ঐ বাউলমন এসবের ধার ধারে না. প্রকৃতিতে বুঁদ প্রতিবারই আপনি ইয়ান সাহেবের মতো অভিজ্ঞতায় যে মানবিক মিশেল রাখেন, সবটা যেন জ্যান্ত হয়ে থাকে তাই. ভ্রমণের নিঃশ্বাস পাঠকের গায় এসে লাগে. আপনি বেড়াতে থাকুন ও লিখতে থাকুন.
- Kanchan Sengupta [2018-03-14]