আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
পড়ে খুব ভাল লাগলো। পৌত্রীসমা লেখিকার একটি মন্তব্যের প্রেক্ষিতে কিঞ্চিৎ বক্তব্য আছে। “ওখানে ওই বালিয়ারির মধ্যে কয়েকটি অল্প বয়সী স্থানীয় মেয়ে দাঁড়িয়ে ছিল বেশ সেজেগুজে - ঠোঁটে রঙ মেখে। জানি না কেন, ওদের দেখে মনে হচ্ছিল খুব কষ্টে থাকে ওরা”। এরকম মনে হয় তখনই যখন আমরা নিজেদের জীবনযাপনের মানটিকেই সার্বজনীন ধরে নিই। মানুষ বাঁচার আনন্দে বাঁচে, প্রত্যেকে প্রত্যেকের মত। আমি যদি রেললাইনের ধারের বস্তির লোকেদের দেখে বিস্মিত হয়ে ভাবি ‘এরা কিভাবে থাকে’ – তাহলে মুকেশ আম্বানি, যিনি ৪৫৩২ বর্গ মিটারের আবাসনে থাকেন, ভাবতেই পারেন বাপ্পা কিভাবে ১২১ বর্গ মিটারের আবাসনে থাকে, কষ্ট হয় না! মরে যায় না! ওই মেয়েরা ডেসার্ট ক্যাম্পে নাচে – বাউন্সার থাকে। আমি জুনেই গেছি, দেখেছি।
- bappa [2018-08-25]